ঐতিহ্যের এই শতবর্ষে আমাদের ভাবনা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম “শ্রী শ্রী সোমনাথ মন্দির”

“আসন্ন অনুষ্ঠান”

শতবর্ষের দুর্গোৎসব

যে দুর্গামণ্ডপ দীর্ঘকাল ধরে ভক্তির প্রদীপ জ্বালিয়ে রেখেছে, সেখানে এ বছর জ্বলবে শতবর্ষের আলোকশিখা। শতবর্ষের দুর্গোৎসব—এ শুধু একটি উৎসব নয়, এটি এক শতাব্দীর ভক্তি, ঐতিহ্য ও মিলনের প্রতিফলন। দেবী দুর্গার আবাহনে আকাশ ভরে উঠবে শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য ও ভক্তির কণ্ঠে। আধ্যাত্মিক আবহ, সাংস্কৃতিক সমারোহ ও দেবীচরণের আরাধনায় ভরে উঠবে সমগ্র অঞ্চল।

মন্দির সেবায় আপনার অর্ঘ্য

“অর্ঘ্যের ছোঁয়ায় প্রসারিত হোক পূণ্যসেবা”

বার্ষিক অনুষ্ঠানপঞ্জি

  • ১লা বৈশাখ গাজন মেলা ও চড়ক উৎসব
  • ৩১ শে বৈশাখ পঞ্চানন মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা দিবস পালন , হোম ,যজ্ঞ পুজা পাঠ ও নরনারায়ণ সেবা
  • শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পূজা ও আরাধনা
  • জন্মাষ্টমীর দিন বিশেষ পূজা
  • শারদীয়া দুর্গোৎসব , বাৎসরিক প্রতিযোগিতা , বস্তবিতরন
  • কোজাগরী লক্ষ্মী পূজা
  • অলৌকিক আবির্ভূত দক্ষিণাকালীমায়ের পূজা , কার্ত্তিক মাসে ভ্রাতৃদ্বিতীয়ার পরবর্তী দিনে
  • সরস্বতী পূজা

ইতিবৃত্ত

মন্দির পরিচিতি

পূণ্যভূমি থানামাকুয়ার হৃদয়ে অবস্থিত পঞ্চাননতলা মন্দির আজও জাগ্রত রাখে অগণিত ভক্তের আস্থা ও ভক্তি। প্রতিদিন নানান প্রান্ত থেকে আগত নারী-পুরুষ ভক্তরা ভগবান শিব ও বিষ্ণুর আরাধনায় নিমগ্ন হন এখানে। যদিও “পঞ্চানন” নামটি শিবেরই, তবু এই মন্দিরে বিরাজমান অধিষ্ঠাত্রী দেবতা ভগবান বিষ্ণু—একই মন্দিরে শিব ও বিষ্ণুর মিলন যেন চিরন্তন ঐক্যের প্রতীক।

ঐতিহাসিক পটভূমি

প্রায় দেড়শ বছর আগে, এক নিবেদিত প্রাণ ভক্ত ভাগ্যের আশীর্বাদস্বরূপ বোটানিক্যাল গার্ডেন থেকে আবিষ্কার করেন বিরল এই বিষ্ণুমূর্তি। অশ্বত্থ তলায় এক সরল চালাঘরে প্রথম প্রতিষ্টিত হয়েছিল দেবমূর্তি। সময়ের প্রবাহে ভক্তের অটল নিষ্ঠা ও সমাজের সম্মিলিত প্রয়াসে সেই অস্থায়ী আসনই রূপ নেয় পূর্ণাঙ্গ, মহিমামণ্ডিত পঞ্চাননতলা মন্দিরে।

নবনির্মাণ ও উন্নয়ন

সময়ের সাথে সাথে ভক্তসমাজের কল্যাণে, মহৎ দাতাদের স্নেহ ও আশীর্বাদে, নতুন করে সজ্জিত হয়েছে মন্দির ও দুর্গামণ্ডপ। এর ফলে পূজার আবহ আরও পবিত্র ও দেবদীপ্ত হয়েছে, এবং ভক্তদের মিলনক্ষেত্র হয়ে উঠেছে ভগবানের সান্নিধ্যে এক অনন্য আধ্যাত্মিক প্রাঙ্গণ।

থানামাকুয়া, পঞ্চাননতলা মন্দির কমিটি (ইং ২০২৫) সালের বর্তমান পরিচালন কমিটি

চেয়ারম্যান:- শ্রী দীনেশ চৌধুরী

প্রধান উপদেষ্টা:- শ্রী প্রবীর মিত্র

সভাপতি:- শ্রী দীপক সর্দার

সহঃ সভাপতিঃ-

সর্ব্বশ্রী সমর মন্ডল, রবিরাম রায়, জগন্নাথ বাছাড়, রামপ্রসাদ নস্কর, তাপস পাল, বিকাশ নম্বর, সোমনাথ রায়, গৌতম নস্কর।

উপদেষ্টা মন্ডলী:-

সর্ব্বশ্রী সমর মন্ডল, ভবানী নস্কর, তপন নস্কর, প্রড়ব মিত্র, শ্রীকান্ত মান্না, কালীপদ সর্দ্দার, শঙ্কর মাকাল, অনিল সর্দার,
শঙ্কর নম্বর, অভয় নস্কর, রঞ্জিত নস্কর, অমর নস্কর, কমলেশ নস্কর, পুলক সর্দ্দার, অলোক রায়।

সম্পাদক মন্ডলী:-

সর্ব্বশ্রী লক্ষণ নস্কর, তোতন নস্কর, বিদেশ নস্কর, প্রসেনজিৎ মন্ডল, পলাশ নস্কর।

সহ সম্পাদক:-

সর্ব্বশ্রী অর্প দাস, রূপক দেবনাথ, অভিজিৎ নস্কর (ছোটু), অভিজিৎ নম্বর (বাপি), তন্ময় নম্বর, প্রদীপ শর্মা,
প্রীতম মন্ডল, সব্যসাচী রায়, অমিত চক্রবর্তী (লাল্টু), রীতম শীল।

কোষাধ্যক্ষ:-

সর্ব্বশ্রী অভিজিৎ নম্বর (অভি), মনোজিৎ নম্বর। আবীর চৌধুরী (রনি)

হিসাব রক্ষকঃ-

সর্ব্বশ্রী মিঠুন নম্বর ও শ্রী অমিত দেবনাথ

হিসাব পরীক্ষক:-

সর্ব্বশ্রী শুভ নম্বর, শ্রী সাত্যকী রায় ও শ্রী বিশ্বজিৎ বেরা

সদস্য:-

সর্ব্বশ্রী শুভেন্দু রায় (গোবলা) সৌরভ পাত্র, পলাশ মাকাল, বিকাশ অধিকারী, সুরজিৎ শাসমল, শুভজিৎ নম্বর, পিনাকী প্রধান, সায়ন নস্কর,
সুদীপ্ত চক্রবর্তী, রজত নম্বর, সুলভসাউ, নিখিল প্রসাদ, দিপমবর, রূপম বর, রাহুল সাউ, অজয় নম্বর, ঋষভ প্রসাদ, আয়ুষ সাউ,
অজয় দাস, নিতীশ সাউ, বিশাল নস্কর, বিশ্বজিৎ নস্কর

ছবিঘর

চিত্রপটে – (১৯২৬ – ২০২৪)

দুর্গোৎসব
« of 27 »
অনুষঙ্গী উৎসব
« of 34 »
সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি
« of 63 »

চিত্রপটে – অধুনা বর্ষ

দুর্গোৎসব-2
« of 5 »
অনুষঙ্গী উৎসব-2
« of 3 »
চিত্রপটে · সংস্কৃতি ও সমাজ-2
« of 14 »

বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন

    Enter this code here: captcha

    “স্ক্যান করুন QR কোড, অথবা ফেসবুক আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হোন”